তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক অনেক আগেই ছুঁয়েছেন সাকিব আল হাসান। মঙ্গলবার চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৯ রানের ইনিংসের পথে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়ে আরেকটি অনন্য কীর্তি গড়লেন বাংলাদেশের এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসাবে ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের ডাবল ক্লাবের গোড়াপত্তন করলেন সাকিব। এই কীর্তি নেই আর কারও।
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দলের সাত উইকেটের দাপুটে জয়ে বল হাতেও অবদান রেখেছেন সাকিব। ১০ ওভারে মাত্র ১৩ রান দিয়ে এক উইকেট নেন তিনি। এই এক উইকেট নিয়ে সাকিব এখন যৌথভাবে ওয়ানডেতে ইতিহাসে দ্বিতীয় সফলতম বাঁ-হাতি স্পিনার। নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ও সাকিবের উইকেট এখন সমান ৩০৫টি করে। বাঁ-হাতি স্পিনারদের মধ্যে ওয়ানডেতে সাকিবের চেয়ে বেশি উইকেট আছে শুধু লংকান কিংবদন্তি সনথ জয়সুরিয়ার (৩২৩)।
Source link