বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যাঁরা ১ম থেকে ১১তম নিবন্ধনে পাস করেছেন ও সনদ পেয়েছেন, তাঁদের অনেকে শিক্ষক নিয়োগের আবেদন করেছেন। কিন্তু সনদধারী প্রার্থীদের অনেকের বয়সে গরমিল থাকার প্রমাণ পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটি বলছে, চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে গেছে—এমন কিছু সনদধারীর বয়সে গরমিল পাওয়া গেছে। সেগুলো এনটিআরসিএ যাচাই–বাছাই করছে। এ […]" />
এনটিআরসিএর ১ম থেকে ১১তম নিবন্ধনে সনদধারীদের বয়সের গরমিল

বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যাঁরা ১ম থেকে ১১তম নিবন্ধনে পাস করেছেন ও সনদ পেয়েছেন, তাঁদের অনেকে শিক্ষক নিয়োগের আবেদন করেছেন। কিন্তু সনদধারী প্রার্থীদের অনেকের বয়সে গরমিল থাকার প্রমাণ পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটি বলছে, চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে গেছে—এমন কিছু সনদধারীর বয়সে গরমিল পাওয়া গেছে। সেগুলো এনটিআরসিএ যাচাই–বাছাই করছে।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান প্রথম আলোকে বলেন, ‘১ম থেকে ১১তম নিবন্ধনে পাস করা সনদধারী প্রার্থীরা চাকরির আবেদন করেছেন। তাঁদের অনেকের চাকরিতে আবেদনের বয়স পেরিয়ে গেছে। কিন্তু এই বয়স নির্ণয়ের সফটওয়্যার এনটিআরসিএর কাছে নেই। তাই বিষয়টি আমাদের ম্যানুয়ালি করতে হচ্ছে। ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি, অনেক সনদধারীর আবেদনের বয়স শেষ হয়েছে কিন্তু আবারও আবেদন করেছেন। এখন বেশি বয়সী প্রার্থীদের তালিকা করা হচ্ছে। তাঁদের বাদ দেওয়া হবে।’
More News Of This Category
Source link