কুকুরের কামড়ে অসুস্থ-গর্ভবতী গাভি জবাই করে বিক্রির চেষ্টা, ২ জনকে জরিমানা
কুকুরের কামড়ে অসুস্থ-গর্ভবতী গাভি জবাই করে বিক্রির চেষ্টা, ২ জনকে জরিমানা

<!--
-->

২ ব্যবসায়ী যোগসাজশে কুকুরের কামড়ে অসুস্থ এবং ৬ মাসের গর্ভবতী গাভীর মাংস বিক্রির চেষ্টা করছিল।

কুকুরে কামড়ানো ৬ মাসের অসুস্থ গাভী জবাই করে বিক্রি চেষ্টায় ২ জনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছবি: সংগৃহীত

“>
কুকুরের কামড়ে অসুস্থ-গর্ভবতী গাভি জবাই করে বিক্রির চেষ্টা, ২ জনকে জরিমানা

কুকুরে কামড়ানো ৬ মাসের অসুস্থ গাভী জবাই করে বিক্রি চেষ্টায় ২ জনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছবি: সংগৃহীত

কুকুরে কামড়ানো ৬ মাসের অসুস্থ গাভী জবাই করে বিক্রি চেষ্টার ঘটনায় মানিকগঞ্জের এক মাংস ব্যবসায়ী ও একজন গরুর বেপারীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে মাংস জব্দ এবং তাদের জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আসাদুজ্জামান রুমেল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাংস ব্যবসায়ী সাগর আলীকে ১ লাখ টাকা এবং গরুর বেপারী হরিরামপুর উপজেলার কলতা সাগরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা মাংস মাটিচাপা দিয়ে নষ্ট করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘জানতে পারি, ঘিওর থেকে একটি পিকআপ ভ্যানে কুকুরের কামড়ে অসুস্থ ৬ মাসের গর্ভবতী গাভি জবাই করে বিক্রির জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে কসাই পট্রিতে নেওয়া হচ্ছে। সংবাদ পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযানে নামি।’

তিনি আরও বলেন, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে মাংস বোঝাই পিকআপ বিভিন্ন স্থান ঘুরে মাংস ব্যবসায়ী সাগর আলীর বাড়িতে রাখে এবং বিষয়টি নিশ্চিত হয়ে আজ সকাল ৭টায় বাসস্ট্যান্ডে অভিযুক্ত ব্যবসায়ী সাগর আলীর দোকানে অভিযান চালাই। সেখানে বিক্রয়ের জন্য সংরক্ষণ করা প্রায় ৩ মণ মাংস জব্দ করি।’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরও বলেন, ‘সাগর আলীর স্বীকারোক্তি অনুযায়ী হরিরামপুর উপজেলার কলতা গ্রামের গরুর বেপারি সাগরকে ঘটনাস্থলে হাজির করা হয়। তিনি অতি মুনাফার লোভে এই গরু ৫৫ হাজার টাকায় কিনে সাগর আলীর কাছে বিক্রয় করেন। এই ২ ব্যবসায়ীর যোগসাজশে কুকুরে কামড়ানো অসুস্থ ৬ মাসের গর্ভবতী গাভীর মাংস বিক্রির পায়তারা করেছিল। এ ধরনের অপকর্ম ভবিষ্যতে করবে না মর্মে মুচলেকা দিয়েছেন অভিযুক্ত ২ ব্যবসায়ী।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন >>


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *