ক্লান্তিতে বুজে আসছে চোখ, টিমটিমে আলোয় ওরির সঙ্গে উদ্দাম নাচ কাজল কন্যা নাইসার! – nysa devgan and orry aka orhan awatramani partying photos are trending on social media
ক্লান্তিতে বুজে আসছে চোখ, টিমটিমে আলোয় ওরির সঙ্গে উদ্দাম নাচ কাজল কন্যা নাইসার! – nysa devgan and orry aka orhan awatramani partying photos are trending on social media

অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন। যিনি বলিউডের সবচেয়ে গ্ল্যামারাস তারকা সন্তানদের মধ্যে একজন। সম্প্রতি ওরি ওরফে ওরহান আওয়াত্রামনির সঙ্গে তা্ঁকে পার্টি করতে দেখা গিয়েছে। ওরি ইনস্টাগ্রামে পার্টির ভিতরের বেশকছু ছবিও শেয়ার করেছেন ইতিমধ্যেই। ওরির শেয়ার করা ফটোগুলিতে, নাইসাকে তাঁর বন্ধুদের সঙ্গে পোজ দেওয়ার সময় একটি গ্ল্যামারাস গোল্ডেন ট্যাঙ্ক টপ পরে দেখা যায়। তিনি নাইসার একটি সিঙ্গল ছবিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে গাড়িতে বসে রয়েছে সে।

Kajol Daughter: ”বাবার পয়সায় ফূর্তি করো…!” কটাক্ষ কাজল কন্যা নাইসাকে
এর আগে, নাইসা এবং ওরিকে একটি ডিনার পার্টিতে যোগ দিতে দেখা গিয়েছিল। এবং সেখানেই তিনি পাপারাৎজিদের তাঁর সঠিক নাম উচ্চারণ করতে বলেছিলেন। একটি ভিডিওতে, নাইসা দেবগনকে ওরির সঙ্গে একটি রেস্তরাঁ থেকে বের হতে দেখা যায়। গাড়িতে ওঠার সময়, তাঁকে প্যাপদের সংশোধন করে বলতে শোনা যায়, ‘আমার নাম নিশা’।
এর আগে, একটি সাক্ষাৎকারে, কাজল বলেছিলেন যে তিনি তাঁর মেয়েকে নিয়ে ‘গর্ববোধ’ করেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে কথা বলার সময়, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে তারকা বলেছেন, ‘আমি সবসময়ই তাঁকে নিয়ে গর্বিত বোধ করি। আমি সত্যিই পছন্দ করি যে ও যেখানেই যায় সেখানেই নিজের মর্যাদার সঙ্গে ভালো ব্যবহারের ছাপ রেখে আসে। আমি শুধু এতটুকু বলতে পারি, ওর বয়স এখন খুবই কম। মাত্র ১৯ বছর। এবং এখন ও শুধুই মজা করছে। সে যা করতে চায় তা করার অধিকার তার আছে এবং আমি সবসময় তাকে সমর্থন করব।’

https://www.instagram.com/reel/CrAL3-vrJpw/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

অজয় দেবগনকে ভোলা ছবির প্রচারের সময়, তার বাচ্চাদের অনলাইনে যে ট্রোলিং শিকার হতে হয়, সে সম্পর্কেও কথা বলতে দেখা গিয়েছিল। একটি সংবাদ মাধ্যমে অভিনেতা বলেছিলেন, ‘এটা আমাকে খুব বিরক্ত করে। কারণ, আপনি এটি পরিবর্তনও করতে পারবেন না। আপনি আসলে জানেনই না ঠিক কী করতে হবে। কারণ, অনেক সময়, এমন কিছু জিনিস লেখা থাকে যা সত্যিও নয়। কিন্তু, যদি আপনি কোনওরকম প্রতিক্রিয়া দেখান এ ব্যাপারে, তাহলে তারা আরও প্রবলভাবে আপনার ওপর চড়াও হবে। সুতরাং এটি একটি অত্যন্ত জটিল বিষয়।’


প্রসঙ্গত, নাইসার জন্ম ২০ এপ্রিল, ২০০৩ সালে মুম্বইতে। তিনি মুম্বইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশুনা করেছেন। সিঙ্গাপুরে সাউথ ইস্ট এশিয়ার ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে তাঁর উচ্চশিক্ষা শেষ করতে যান। বর্তমানে সুইৎজারল্যান্ডের গ্লিয়ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনে ইন্টারন্যাশনাল হসপিটালিটি নিয়ে পড়াশোনা করছেন বলেও জানা গিয়েছে।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *