চট্টগ্রামে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত
চট্টগ্রামে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত


চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় দায়িত্ব পালন করার সময় এক ট্রাফিক পুলিশ বাসে ধাক্কায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই) রাত ১১টার দিকে ষোলশহরের ২ নম্বর গেট পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ট্রাফিক পুলিশ মো: নুরুল করিমের (৫৮) গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক পরিদর্শক মো: তারিকুল ইসলাম বলেন, সড়কে কর্তব্যরত শহর এলাকার ১০ নম্বর রোডে বেপরোয়া গতির একটি বাস কনস্টেবল নুরুল করিমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

তিনি আরো বলেন, লোকজন তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *