তৃতীয় বাংলাদেশি হিসেবে যে রেকর্ড স্পর্শ করলেন সাকিব
তৃতীয় বাংলাদেশি হিসেবে যে রেকর্ড স্পর্শ করলেন সাকিব

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান টাইগাররা। সফরকারীদের বিপক্ষে শেষ ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ। এই ম্যাচে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে একটি মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তামিম ইকবাল ও মুফিকুর রহিমের পর ১৪ হাজার আন্তর্জাতিক রান করেছেন সাকিব। আজ এই কীর্তি গড়তে আফগানদের বিপক্ষে বাঁহাতি স্পিন অলরাউন্ডারের দরকার ছিল মাত্র ২৯ রান। সাকিব এদিন খেলেছেন ৩৯ বলে ৩৯ রানের ইনিংস। অর্থাৎ তিন ফরম্যাট মিলিয়ে তার আন্তর্জাতিক রান এখন ১৪ হাজার ১০।

সাকিব আগেই ওয়ানডে ফরম্যাটে তৃতীয় বাংলাদেশি হিসেবে সাত হাজার রান পূর্ণ করেছেন। তার ওয়ানডেতে মোট রান সাত হাজার ২১১। টেস্টে তিনি দেশের পক্ষে চার হাজার ৪৫৪ রান করেছেন। এ ছাড়া সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে দেশের পক্ষে তিনি সর্বোচ্চ দুই হাজার ৩৪৫ রান করেছেন।

দেশের হয়ে সবার আগে ১৪ হাজার রান করেছেন তামিম ইকবাল। হুট করে অবসর নিয়ে আবার ফিরে আসার ঘোষণা দেওয়া তামিম ওয়ানডে ফরম্যাটে আট হাজার ৩১৩ রান করেছেন। টেস্টে তার রান দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ হাজার ১৩৪। আর অবসর নেওয়া টি-২০তে তিনি করেছেন এক হাজার ৭৫৮ রান। তিন ফরম্যাট মিলিয়ে দেশের সর্বোচ্চ ১৫ হাজার ২০৭ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।

মুশফিকুর রহিম টেস্টে দেশের সর্বাধিক পাঁচ হাজার ৫৫৩ রান করেছেন। ওয়ানডে ফরম্যাটে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাত হাজার ২৫৭ রান তার। অবসর নেওয়া টি-২০ ফরম্যাটে করেছেন দেড় হাজার রান। তিন ফরম্যাট মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে ১৪ হাজার ৩১০ রান।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *