ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও জাল দলিল তৈরির কারিগরসহ আটক ২
ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও জাল দলিল তৈরির কারিগরসহ আটক ২

রাজশাহী মহানগরী রাজপাড়া থানার পূর্ব মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তৈরীর সরঞ্জাম, দেশি-বিদেশি ভুয়া দলিল তৈরীর মূল কারিগরসহ দুই প্রতারককে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহী র‌্যাব-৫ মোল্লাাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের আটক ও সরঞ্জমাদি উদ্ধার করে। আটককৃতরা হলেন- নগরীর পূর্ব মোল্লাপাড়া এলাকার মৃত কাবিল উদ্দিনের ছেলে আনিসুর রহমান অরফে রেজাউল ও কোর্টবুলনপুর এলাকার রাজিব হোসেনের ছেলে শেখ রেজওয়ানুল করিম ওরফে সানিক। গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন পূর্ব মোল্লাপাড়া গ্রামের আনিছুর রহমান ওরফে রেজাউল করিম তার বাড়িতে কতিপয় ব্যক্তিরা জালিয়াতির জন্য ভুয়া সীলমোহরের সাহায্যে জাল দলিল, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তেরি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব আনিছুর রহমান ওরফে রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করে।

র‌্যাব জানায় আটকের পর জিজ্ঞাবাদে তারা জানিয়েছে, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ভুয়া দলিল তৈরীর কাজে নিয়োজিত ছিল। তিনি সুকৌশলে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ জাল-জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করত এবং মুক্তিযোদ্ধাদের যুদ্ধে অংশগ্রহণের প্রমাণক হিসেবে ব্যবহৃত অস্ত্র জমা দেয়ার জয় বাংলা লেখা সনদও প্রস্তুত করে দিত। তার কাছে কেউ ভুয়া মুক্তিযোদ্ধা সনদ, ভুয়া জামানত, ভুয়া দলিল চাইলে বিভিন্ন অঙ্কের টাকার বিনিময়ে তিনি তা তৈরী করে দিতেন। ভুয়া দলিল দ্বারা জমি দখলদারদের তিনি পুরাতন পাকিস্তান আমলের দলিলও নিজস্ব পন্থায় তৈরি করে দিতেন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *