মারা গেছেন ‘টাইটানিক’র অভিনেতা লিউ পল্টার
মারা গেছেন ‘টাইটানিক’র অভিনেতা লিউ পল্টার

বহুল আলোচিত সিনেমা ‘টাইটানিক’ ছবির জনপ্রিয় অভিনেতা লিউ পল্টার মারা গেছেন।১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইটানিক’ সিনেমায় ম্যাসির সহ-মালিক ইসিডোর স্ট্রস হিসেবে দর্শকের কাছে পরিচিতি লাভ করেন এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

তার মৃত্যুর খবর সোমবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেন লিউ পল্টারের মেয়ে ক্যাথেরিন পল্টার।

টাইটানিক জাহাজ যখন ডুবে যাচ্ছিল, স্ট্রস ও তার স্ত্রী ঘরের মধ্যে পানি প্রবেশ করার সময় জাহাজ থেকে বের হওয়ার পরিবর্তে একসঙ্গে বিছানায় ছিলেন। নারী ও শিশুদের সরিয়ে নেওয়ার আগে প্রবীণ ইসিডোর লাইফবোটে উঠতে অসম্মতি জানায় এবং স্ত্রী ইডাকে লাইফবোটে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু ইডা স্বামী ইসিডোরকে রেখে যেতে অস্বীকৃতি জানায়

১৯২৮ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন লিউ পল্টার। টাফটস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর আলফ্রেড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে থিয়েটারের ওপর পিএইচডি করেন। এর মধ্যে ইউএস আর্মিতে যোগদান করেন তিনি।

ষাটের দশকের মাঝামাঝি সময়ে পেনসিলভানিয়ার মিল হলের মিলব্রুক প্লে হাউজে যোগদানের আগে ব্রডওয়ের বাইরে নাটকে অভিনয় ও নির্দেশনা দেন লিউ। ১৯৬৭ সালের এনবিসির রান ফর ইয়োর লাইফের একটি পর্বে অভিনয়ের মাধ্যমে অনস্ক্রিনে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ইট টেকস অ্যা থিফ, দ্য ভার্জিনিয়ান, গানস্মোক এবং মিশন: ইম্পসিবলসহ অনেক সিনেমায় অভিনয় করেন তিনি।

১৯৭১ সালে কালআর্টসে ভারপ্রাপ্ত শিক্ষক ও পরিচালক হিসেবে যোগদান করেন। ২০১৩ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি। তার মেয়ে ক্যাথেরিন বলেন, ‘একজন শিক্ষক হিসেবে, বাবা মানুষের জীবন বদলে দিয়েছেন।


সূত্র: নিউইয়র্ক পোস্ট


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *