যুক্তরাষ্ট্রে মেসি, রোববার মায়ামিতে অভ্যর্থনা
যুক্তরাষ্ট্রে মেসি, রোববার মায়ামিতে অভ্যর্থনা

আন্তর্জাতিক ব্যস্ততা শেষে ক্যারিবিয়ান দ্বিপ বাহামাতে ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্রে পা রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কয়েকদিনের মধ্যেই সেখানকার ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করবেন লিও। আগামী ১৬ জুলাই মায়ামির বর্ণাঢ্য অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন সাবেক বার্সা ও পিএসজি ফরোয়ার্ড। 

বার্সেলোনার সমর্থকদের মনে আঁচর কেটে, সৌদি ক্লাবের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে, চমক দিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। এরপর থেকে মেসি ভক্তদের মনে একটাই প্রশ্ন, কবে মায়ামির জার্সিতে মাঠে নামছেন লিও।

তাদের সেই প্রতিক্ষার অবসান হচ্ছে শিগগিরই। ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হচ্ছে মহাতারকার।KSRM

অভিষেকের ঘোষণা আসার পর থেকেই লিওকে নিয়ে যুক্তরাষ্টজুড়ে বাড়তে শুরু করছে উন্মাদনা। সাতবারের ব্যালন-ডি-অর জয়ী ফুটবলারকে বরণ করে নিতে প্রস্তুতির যেন কমতি রাখছে না তারা।

সেই উন্মাদনায় যুক্ত হয়েছেন ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহাম নিজেই। কয়েকদিন আগে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, মায়ামিতে তৈরি করা লিওর ম্যুরালে বিশাল তুলির আঁচর দিচ্ছেন তিনি।

ইম্পোসিবল ইজ কামিং শিরোনাম দিয়ে যুক্তরাষ্ট্রের অ্যাডিডাস শো-রুমে সাজানো হয়েছে মেসির ইন্টার মায়মী জার্সি। 

এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পা রেখেছেন লিও। ১৬ জুলাই অভ্যর্থনা অনুষ্ঠানে মেসির সাথে থাকবেন তারই সাকেব বার্সা সতীর্থ সার্জিও বুসকেটস। এই অনুষ্ঠানে মায়ামি সমর্থকদের সঙ্গে পরিচিত হবেন মায়ামির নতুন কোচ জেরার্ড মার্টিনো।

এএইচ


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *