
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি বাড়ির স্টিলের সিন্দুকে বিপুল পরিমাণ মাদক পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জিয়ারুল ইসলাম নামের এক ‘মাদক কারবারিকে’ আটক করা হয়েছে।
সোমবার ভোরে উপজেলার কসাইপাড়া গ্রামের জিয়ারুলে বাড়িতে অভিযান চালিয়ে মাদক ছাড়াও নগদ টাকা ও সোনার অলঙ্কার পাওয়া যায় বলে জেলার পুলিশ সুপার বিএম মাসুদ হোসেন জানান।
এসপি জানান, ওই বাড়ির ঘরে স্টিল দিয়ে বিশেষভাবে তৈরি একটি সিন্দুকের তালা ভেঙে সাড়ে ৭ কেজি হেরোইন, ১৮ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির সাড়ে ২৪ লাখ টাকা ও ২৫৮ গ্রাম সোনার অলঙ্কার জব্দ করা হয়। জব্দ মাদক ও সোনার দাম প্রায় পৌনে ৮ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।
বিস্তারিত জানাতে সোমবার দুপুরে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে পুলিশ সুপার বিএম মাসুদ হোসেন আরও জানান, অভিযানের প্রথম পর্যায়ে জিয়ারুলের বাড়ি থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তল্লাশির এক পর্যায়ে তার বাড়ির এককটি ঘরে স্টিলের তৈরি সুরক্ষিত বিশাল সিন্দুক পাওয়া যায়। সিন্দুকের চাবি চাওয়া হলে জিয়ারুল তা দেননি। এ অবস্থায় ফায়ার সার্ভিস ডাকা হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের প্রায় দুই ঘণ্টার যৌথ চেষ্টায় সিন্দুক ভেঙে ভেতর থেকে ৭ কেজি হেরোইন, ফেনসিডিল, নগদ টাকা ও সোনার অলঙ্কার পাওয়া যায়।
এসপির দাবি, ওই সিন্দুকে মাদক মজুত করে কেনা-বেচা করতেন জিয়ারুল।তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি।
চার বছর আগে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলাও হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Source link