রোনালদো-বেকহ্যামদের জার্সির মান রাখতে পারবেন ইউনাইটেডের নতুন নাম্বার সেভেন?
রোনালদো-বেকহ্যামদের জার্সির মান রাখতে পারবেন ইউনাইটেডের নতুন নাম্বার সেভেন?

হুট করেই যেন সব হয়ে গেল। চেলসি সমর্থকদের নাড়িছেঁড়া ধন ছিলেন ম্যাসন মাউন্ট। সেই ছোট্টবেলা থেকেই লন্ডনের নীল জার্সি তাঁর বড্ড আপন। চেলসি অ্যাকাডেমির প্রতিটি ধাপ পেরিয়ে চেলসির মাঝমাঠের ভরসা হয়ে উঠেছিলেন তিনি। তাঁকে নিয়ে কত স্বপ্নই না দেখেছিলেন চেলসি সমর্থকেরা। মুহূর্তের খেয়ালে সেই মাউন্ট এখন ম্যানচেস্টার ইউনাইটেডে।

ভেতরে-ভেতরে জল গড়িয়েছিল অনেক দূর। নতুন মালিক আসার পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না চেলসির। দলের ভেতরে-বাইরে গুমোট পরিস্থিতি। দলের পুরোনো তারকারাও বিরক্ত। নিত্যনতুন খেলোয়াড়দের আগমন, বিদায়ের মিছিলে দলের অবস্থা শোচনীয়। গত এক মৌসুম ধরেই বেতন নিয়ে ম্যাসন মাউন্টের সঙ্গে মনোমালিন্য চেলসি মালিক টড বোহেলির। নিজেদের তারকাকে এত বেতন দিতে রাজি নন তিনি। তাই অনেকটা রাগের বসেই দলবদলের অনুরোধ করেছিলেন মাউন্ট। সাম্প্রতিক ফর্মও কিছুটা পড়তির দিকে। সুযোগটা লুফে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৬০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যাসন মাউন্টের নতুন ঠিকানা এখন ওল্ড ট্রাফোর্ড।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগের ইচ্ছাতেই ম্যাসন মাউন্টকে কেনা। ধরে নেওয়া যায়, আগামী মৌসুমে মাঝমাঠের সবচেয়ে বড় ভূমিকায় আবির্ভূত হবেন মাউন্ট। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণায় সবাইকে অবাক করে দিল রেড ডেভিলরা। ম্যাসনের কাঁধে তুলে দেওয়া হয়েছে ইউনাইটেডের আইকনিক ‘৭’ নম্বর জার্সি। রোনালদো চলে যাওয়ার পর খালিই ছিল ‘৭’ নম্বর জার্সিটা। ধরে নেওয়া হয়েছিল নতুন মৌসুমে আর্জেন্টাইন তরুণ তুর্কি আলেসান্দ্রো গারনাচোর গায়ে শোভা পাবে এই জার্সি। কিন্তু মত বদলে নতুন খেলোয়াড়ের কাঁধেই জার্সির ভার তুলে দিল ইউনাইটেড।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *