এবার শাহরুখ, সালমানকে টপকে গেলেন দক্ষিণ ভারতের দক্ষিণি তারকা বিজয়। ভারতজুড়েই এক নামে পরিচিত থ্যালাপতি বিজয় নামে। বিজয় কয়েক বছর ধরে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিচ্ছে। তার সকল সিনেমায় হিট জেনে প্রযোজকেরা তাঁর পেছনে বিনিয়োগ করতে পিছপা হন না। নতুন ছবিতে বিজয় যে পারিশ্রমিক পাচ্ছেন, তা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
বিজয় নতুন ছবির জন্য পারিশ্রমিক পাচ্ছেন ২শত কোটি রুপি।যা শাহরুখ খান, সালমান খান, আমির খান বা অক্ষয় কুমারের মতো তারকাদের ছাড়িয়ে গেছেন বিজয়।
বিজয়ের গত ২২ জুন ছিল জন্মদিন।এদিন ‘লিও’ সিনেমার গান ও ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়। ছবির ফার্স্ট লুক দিয়ে চমকে দিয়েছিলেন বিজয়।
যেখানে দেখা গেছে বিজয়ের হাতে রক্তাক্ত হাতুড়ি ও হিংস্র এক হায়েনার মতো।পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই ছবি ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্রই ‘লিও’তে দেখা যাবে।
আগে প্রকাশিত টিজারের সূত্র ধরে কেউ বলছেন, ছবিটিতে বিজয় একজন চকলেট ব্যবসায়ী। কিন্তু তাঁর ‘গোপন’ অতীত আছে। এখন চকলেট নিয়ে ব্যস্ত থাকলেও আগে তিনি ছিলেন কুখ্যাত গ্যাংস্টার। তবে নিরুত্তাপ জীবন বেশি দিন কাটাতে পারেন না বিজয়, দ্রুতই হাজির হতে হয় পুরোনো পরিচয়ে।
চলতি বছরের ২ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’র শুটিং। ছবির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। চলতি বছরের ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের ছবিটিতে বিজয় ছাড়া আরও আছেন তৃষ্ণা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন।
সূত্র: পিংকভিলা
Source link