ধলাই নদের ইসলামপুর পয়েন্টে পানি রোববার সন্ধ্যা ৬টায় ৯ দশমিক ৮০ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
এদিকে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বন্যা পরিস্থিতির জন্য প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এরই মধ্যে অবহিত করা হয়েছে এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে রাখতে বলা হয়েছে।
এদিকে সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত সিলেটে ২৪ ঘণ্টায় ৯২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রোববার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ৬টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটে আরও কয়েক দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
Source link